মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের নান্দিয়াসাঙ্গুন এলাকার সুতিয়া নদীর তীর ঘেঁষে অস্থায়ী বেদে পল্লীতে করোনার টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ফেব্রুয়ারী)বিকেলে গাজীপুর- ৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ টিকা কার্যক্রম উদ্ভোধন করেন।
দুই শতাধিক বেদে সম্প্রদায়ের মধ্যে করোনার টিকা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, স্বাস্থ্য ,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাস।
পরে স্থানীয় সাংসদ বেদেদের খোঁজ খবর নেন ও তাদের মধ্যে পুষ্টিকর খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য , পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাস বলেন, সরকার দেশের সকল মানুষের মধ্যে করোনার টিকা নিশ্চিতে কাজ করছে।
এর ধারাবাহিকতায় ছিন্নমূল , ভাসমান মানুষের মধ্যে টিকা প্রদান করা হয়। বেদে পল্লীতে প্রায় দুইশতাধিক মানুষের মধ্যে করোনার টিকার প্রথম ডোজ প্রদানকরা হয়েছে বলে তিনি জানান।