শ্রীপুরে ভ্যাকু ছিনতাইয়ের অভিযোগ

- আপডেট সময় : ১১:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ১৬১ বার পড়া হয়েছে
মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা শিমলাপাড়া ফরেস্ট বিটের বিট কর্মকর্তা ও তিন বনকর্মীকে বেঁধে পিটিয়ে জব্দকৃত ভ্যাকু ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আড়াইটার দিকে মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে। এ ঘটনায় বিট কর্মকর্তা সামসুজ্জামান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। আটক ভ্যাকু চালক মো. রাসেল (৩০) শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মো. নাছির মিয়ার ছেলে।
বিট কর্মকর্তা সামসুজ্জামান জানান, স্থানীয় রুবেলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ মাওনা মৌজার শিরিশগুরি নামক স্থানে বন বিভাগের জমির মাটি ভ্যাকু দিয়ে কেটে ট্রাক যোগে নিয়ে যাচ্ছিলো। এমন খবরের ভিত্তিতে শুক্রবার (১১ শুক্রবার ) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ভ্যাকু চালক রাসেল (৩০) ও ভ্যাকু জব্দ করা হয়। পরদিন শনিবার (১২ ফেব্রুয়ারী) আটক চালককে আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরো জানান, ভ্যাকুটি উদ্ধার করে বিট অফিসে আনার চেষ্টা করে ব্যর্থ হন। পরে শনিবার রাতে তিনি সঙ্গীয় তিন বন প্রহরীকে নিয়ে ঘটনাস্থলে ভ্যাকুটি পাহারা দেন। রাত আড়াইটার দিকে অজ্ঞাত ১৫/২০ জন লোক রাম দা, লাঠি সহ দেশিয় অস্ত্র নিয়ে তাদেরকে হাত-পা বেঁধে মারপিট করে ভ্যাকুটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় বিট কর্মকর্তা সামসুজ্জামান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
শ্রীপুর রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মীর মো. বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভ্যাকু চালককে আদালতে সোপর্দ করা হয়েছে। বন কর্মীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, বিট কর্মকর্তার অভিযোগের বিষয়ে তদন্ত পূবর্ক আইনগত ব্যবস্থা নেয়া হবে।