মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি রক্ষায় এলাকাবাসী নিয়ে মানববন্ধন করেন কণ্ঠশিল্পী রুজি খান। ২৬শে জানুয়ারি বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর উত্তর পাড়া গ্রামের দখল চেষ্টাকৃত ওই জমিতে দাঁড়িয়ে এলাকাবাসী নিয়ে শিল্পী রুজি খান এ মানববন্ধন করেন।
মানববন্ধনে রুজি খান বলেন, পাশেই ওয়ালেক্স টাইলস কারখানা রয়েছে। কারখানার কাছে আমাদের জমি বিক্রির প্রস্তাব দেয়। কিন্তু আমরা রাজি হইনি। পরে একদিন হঠাৎ দেখি আমার বাবা এবং চাচা একিন আলীর জমিতে বালু ফালানো শুরু করেছে। আমাদের ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করে।
আমরা বাধা দিলে আমাদের ওপর কারখানার মালিক শামসুর রহমান খান তাঁর ভাড়া করা গুন্ডাবাহিনী দিয়ে মারধর করে। কারখানার পক্ষে মাওনা চকপাড়ার অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাফর মোল্লা আমাদের বাড়িতে এসে মারধর করে। আমার চাচাতো ভাই এবং বাড়ির মহিলাদের ওপরও নির্যাতন চালায়।
পরে আবার সেই পুলিশই কারখানার মালিকের টাকা খেয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে আমার চাচা এবং চাচিকে ধরে নিছে। মানববন্ধনে অংশ নেওয়া একাধিক গ্রামবাসী জানায়, এখানে ৩৭ শতাংশ জমি দীর্ঘদিন ধরেই রুজির বাব-চাচারা ভোগদখল করে আসছে।
কিন্তু হঠাৎ করেই রাতের আঁধারে কারখানার মালিক দখল করতে চাচ্ছে। জমিতে বালু ফেলছে। রাতে কাজ করে। ভুক্তভোগী একিন আলীর মেয়ে রজনী আক্তার ইতি খান জানান, আবার বাবা এবং মাকে মিথ্যা মামলা সাজিয়ে ধরে নিছে। মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে চাই।
আমরা কৃষক পরিবার, জমি হারালে খাবো কি? প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই। এ বিষয়ে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর মোল্লা জানান, এ বিষয়ে মামলা চলছে। মামলার রায় না হলে আমি কিছু বলতে পারবো না।