রাজৈরে নাবালিকা মেয়েকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা, অভিযুক্তকে গ্রেফতারের দাবী

- আপডেট সময় : ০৮:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর সদর ইউনিয়নের খালপাড় গ্রামে নাবালিকা মেয়ে (১৭) কে খালিবাসায় পেয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় রাজৈর থানায় নির্যাতিতার মা বাদি হয়ে মামলা করলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। স্থানীয় ও পরিবারের দাবী অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তি নিশ্চিত করা।
নির্যাতিতার ডাক্তারী পরীক্ষা হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ( ১৫ মে) সোমবার সকাল ১০ টায় উপজেলার খালপাড় গ্রামে নির্যাতিতার বাড়িতে এসে মোখলেছ শিকদার (৫০) জানতে যায় ভাঙ্গারী আছে কি না, তখন ঐ নাবালিকা মেমে বলে বাড়িতে ভাঙ্গারী নেই, তারপর মোখলেছ এও জানতে যায় বাড়িতে কেউ আছে কি না, এ সুযোগে তখন ওই নাবালিকাকে একা পেয়ে জোরপূর্বক বাসার খাটের ওপর হাত পা চেপে ধরে নির্যাতন করে। একপর্যায়ে নির্যাতিতা ধর্ষকের হাত মুখ হতে ছাড়িয়া চিৎকার দিলে ধর্ষক পালিয়ে যায়। অভিযুক্ত মোকলেছ শিকদার একই এলাকার মৃত হাজারী শিকদারের ছেলে।
এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে হয়ে রাজৈর থানায় মামলা করলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারিনি রাজৈর থানার পুলিশ।
এ ঘটনায় বিষয়ে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী রেহেনা বেগম বলেন, ভাঙ্গারী কিনতে গেলে আমার স্বামীকে এ অভিযোগ দিয়েছে ও কেস মামলা দিছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন, প্রার্থমিক তদন্তে আমরা মামলার সত্যতা পেয়েছি, আসামীকে তথ্য প্রযুক্তির সহায়তা খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।