কুমিল্লায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ

- আপডেট সময় : ১০:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায়, কেন্দ্রীয় সাংগঠনিক নির্দেশনায় কুমিল্লার উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। শনিবার (১১ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি, মেজবাহুল হক সাচ্ছু এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশে সকাল থেকে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার এবং সাধারণ সম্পাদক লিটন সরকারের নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় অফিসের বাগুর বাজার থেকে শুরু করে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ, এলাহাবাদ, ভানী সহ বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের শান্তি র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যেলী শেষে বিকেলে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়ন এর প্রাঙ্গণ (প্রাথমিক বিদ্যালয়) মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজাহান সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হুমায়ুন কবির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর সবুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বারের সংসদ রাজী মোহাম্মদ ফখ্রুল, কুমিল্লা উত্তর জেলা আওামীলীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা আওামীলীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, সাধারন সম্পাদক মোঃ লিটন সরকার, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা যাদব রায় সহ আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বক্তারা বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কঠিন হুশিয়ারি বক্তব্য দিয়েছেন।
এছারাও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃত্বে দাউদকান্দী, চান্দিনা, মুরাদনগর, হুমনা, মেঘনা, তিতাস উপজেলায় শান্তি র্যালী ও সমাবেশ করা হয়েছে।