কুমিল্লা পাঁচ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লালমাই থানাধীন ভূশ্চি পুলিশ ফাঁড়ির একটি টিম অংশগ্রহণ করেন।
অভিযানে পুরনো গ্রিল পুনরায় বিক্রির উদ্দেশ্যে কাঁচা মাংসের সাথে সংরক্ষণ এবং মানহীন উপাদান দিয়ে খাবার প্রস্তুত করায় নিউ রেডিসন হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করেন এবং ১০ কেজি বাসি খাবার জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়াও ঔষধের গায়ের মূল্য কেটে বেশি দামে বিক্রি করায় মনোয়ারা মেডিকেল হলকে ১৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ইকরা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, গায়ের মূল্য কেটে বেশি দামে বিক্রি করায় মাহি ফার্মেসীকে ৪ হাজার টাকা এবং খাবারে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার করায় বিসমিল্লাহ মিষ্টি ভাণ্ডারকে ৫ হাজার টাকাসহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে মোট ৫ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।