চান্দিনা থানার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সিলেটে বন্যার্তদের মঝে শুকনো খাবার বিতরন

- আপডেট সময় : ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ২১৩ বার পড়া হয়েছে
চান্দিনা প্রতিনিধিঃ সিলেট মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বন্যায় প্লাবিত হওয়ায় দূর্বিসহ জীবন অতিবাহিত করছেন মানুষজন। সপ্তাহের বেশি সময় ধরে মুষলধারে খাদ্য সংকটে রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন ত্রাণ বিতরণ করলেও অনেকের ভাগ্যে জোটেনি একমুঠো চাল।
এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। সাহায্যের হাত বাড়িয়েছেন প্রবাসী এবং সাধারন মানুষসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীদের আর্থিক সহযোগীতায় ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ব্লাড ব্যাংক এর সভাপতি- কামাল হোসেন, সাধারণ সম্পাদক- আলাউদ্দিন, কুরছাপ রক্তবিন্দু সংগঠন এর সদস্য- ইব্রাহীম খলিল, মহিচাইল ভূইয়াপাড়া ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা ও পরিচালক- তারেক ভূইয়া, ইচ্ছে পূরন রক্তদান সংস্থা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক- নাজমুল খাঁন আভান, আলোকিত তারুণ্য সংগঠন ATS এর- প্রতিষ্ঠাতা সভাপতি- এটিএস ওমর ফারুক, হৃদয়ে কুমিল্লা এর যুগ্ম সাধারন সম্পাদক- মোঃ রাসেল সরকার, এবং আরো উপস্থিত ছিলেন- শরিফ মিয়াজী, আবু নাঈম, হৃদয় হাসান, মাহমুদ হাসান, প্রমুখ।
সিলেট বন্যার পানি ক্রমশ বাড়ায় মানুষের ঘরবাড়ী পানিতে নিমজ্জিত। দিশেহারা জনগণ জানমাল নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্হান নিয়ে দিনযাপন করছেন। এমতাবস্থায় রুটি রুজির ব্যবস্হা না থাকায় খাদ্যের অভাব প্রকঠ আকার ধারণ করেছে।
বৃহস্পতিবার দিনব্যাপী শুকনো খাবার নিয়ে উপজেলায় ও আশ্রয়কেন্দ্রসহ অন্তত ৩ টি ইউনিয়নের অসহায় পরিবারের মধ্যে খাবার সামগ্রীর পেকেট হাতে তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চিরা,মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন,ফিটকিরি ইত্যাদি।