এহসানুল হক রিপনঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজা ও ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ী আটক। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অদুর থেকে সাড়ে ৪১ কেজি গাঁজাসহ তাদের আটক করেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়িরর মনির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, লক্ষীপুরের আব্দুর রবের ছেলে আমিন। এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। সোমবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, ধৃত আসামীরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য চোরা চালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।