চান্দিনায় স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০১:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ১৫২ বার পড়া হয়েছে
চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভা এবং অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএস সুমন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন।
মতবিনিময় শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারী মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক সায়েম সাইফুল ইসলাম, গাজী মানিক, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সহ-সভাপতি মান্নান ভ‚ইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান জনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাও. আবু সুফিয়ান, নাজমুল হাসান সজিব, আবু মুছা জনি, ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি দারুস সালাম শুভ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সুমন ভ‚ইয়া, আবু ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক খোরশেদ আলম প্রমুখ।