মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার সকালে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় সিরাজ খাঁন নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। পৃথক দুর্ঘটনায় শুক্রবার রাতে ট্রাক্টর চাপায় আলমগীর হোসেন নামের আরও এক যুবক নিহত হয়েছে।
নিহত আলমগীর পৌরসভার সেনেখীল গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে, সিরাজ খাঁন নোয়াখালীর বেগমগঞ্জের ছমিরমুন্সী গ্রামের বাসিন্দা।
তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, ‘শুক্রবার রাতে মহাসড়কের নানকরা নামক স্থানে ট্রাক্টরের চাকার নীচে পড়ে ট্রাক্টর চালক আলমগীর নিহত হয়।
এছাড়া শনিবার সকালে গাংরা এলাকায় বাস চাপায় সিরাজ খাঁন নামে এক বৃদ্ধ নিহত হয়। এ ঘটনায় একটি বাস জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।