কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ ছাত্রী নিহত

- আপডেট সময় : ০২:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লাঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে স্কুলে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। তিন জনই বিজয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিহত স্কুল ছাত্রীরা হল—মিম (১৪) , তাসফিয়া (১৩) ও লিমা(১২)। লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই তিন স্কুল ছাত্রী প্রতিদিনের মত স্কুলে যায়।
বিজয়পুর এলাকায় রেল লাইন পার হবার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী দ্রুতগতির বিজয় এক্সপ্রেস ট্রেনে তারা কাটা পড়ে। এসময় তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ঢাকা—চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা—নোয়াখালী মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।