স্টাফ রিপোর্টঃ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় নাজমুল খাঁন আভান এর উদ্যোগে গঠিত মানব সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইচ্ছে পূরন রক্তদান সংস্থা পরিচিতি লাভ করেছে। নিস্বার্থে স্বেচ্ছাশ্রমে আগ্রহ প্রকাশ করা একঝাঁক তরুনকে সাথে নিয়ে মানবসেবী এই ইচ্ছে পূরন রক্তদান সংস্থা নামক স্বচ্ছাসেবী সংগঠনের পথ চলা। সাগরের অদম্য প্রয়াসকে সাহসী উদ্যোগ বলেও অনেকে মন্তব্য করেছেন।
ইচ্ছে পূরন রক্তদান সংস্থা ২০১৯ সাল থেকে বিভিন্ন উদ্যোগের কখনো আর্থিক সাহায্য কখনো নিজে রক্তদান করে আবার অসুস্থ রোগীর রক্তের প্রয়োজনে রক্তদাতা সংগ্রহের মাধ্যমে রক্ত ম্যানেজ করা যা এখনো চলমান রয়েছে। আর এ সকল মানব সেবা মূলক কাজ ধরে রাখার প্রয়াসে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ইচ্ছে পূরন রক্তদান সংস্থা এই মানব সেবী সংগঠন একঝাঁক তরুন, সহপাঠি, শিক্ষিত তরুনদের নিয়ে এই সংগঠন পরিচালনা করা হয়।
উক্ত সংগঠনে উল্লেখযোগ্য কার্যক্রম গুলো নিম্নে উল্লেখ করা হলো- ব্লাড ম্যানেজ, ব্লাডগ্রুপ ক্যাম্প, আর্থিক সাহায্য প্রদান, শীতবস্ত বিতরন, রমজান ইফতার ও ঈদ সামগ্রী বিতরন, চিকিৎসা সেবা, বৃক্ষ রোপন, ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন, কোভিড-১৯ থেকে সুস্থ থাকা এবং মাস্ক পরার জন্য পরামর্শ ও লিফলেট বিতরন।
রক্তদানে মানুষের আগ্রহ বাড়াতে নিজ অর্থায়নে কিছু দিন পর পর সারা দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। ইচ্ছে পূরন রক্তদান সংস্থা’র বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠাতা ও পরিচালক নাজমুল খাঁন আভান বলেন আমি এ সংগঠন করার পূর্বে থেকে এলাকার মানুষকে রক্ত ম্যানেজ থেকে শুরু করে সকল ভাবে সাহায্য নয় সহযোগীতায় এগিয়ে এসেছি। ইচ্ছে পূরন রক্তদান সংস্থা সভাপতি মুশফিকুর রহমান নাঈম, চেয়ারম্যান জে এইচ সুমন, সহ-সভাপতি হৃদয় হাসান, সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি গাজী আরমান সাজিদ, সভাপতি মন্ডলি’র সদস্য হাফেজ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হোসাইন আল মাসুদ, প্রমুখ দের কে নিয়ে পরিচলনা শুরু করি বর্তমানে আমাদের সংগঠনের কার্যকারী কমিটির সদস্য সংখ্যা ৭১ জন। এবং সর্বমোট রক্তদাতার সংখ্যা ১৮৬ জন।
আমরা সবাই নিজ জায়গা থেকে যদি একটু একটু করে মানুষের কল্যানে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান করছি।