এহসানুল হক রিপনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ – বাড়িউরা সড়কের আঁখিতারা এলাকায় সরাইল আশুগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে উনার ছোট ভাই সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল ও ছিলেন।
বুধবার দুপুরের দিকে সরাইল থেকে সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা আঁখিতারার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে বহন করা গাড়িটি পিছলে খাদে পড়ে যায়।
পরে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। তারা দুজনেই সামান্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, গতরাতে বৃষ্টি হওয়ার পরে রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়। এইজন্যই গাড়িটি পিছলে খাদে পড়ে যায়।
সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল বলেন, ট্রাক্টর দিয়ে প্রতিনিয়ত মাটি নেওয়া হচ্ছে। সেই মাটি পরে এই অবস্থা।
এইবিষয়ে সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা বলেন, মহান আল্লাহর অশেষ কৃপায় অল্পের জন্য প্রানে রক্ষা পেলাম। কিছু ভূমিদশ্য ফিটনেস বিহীন ট্রাক্টর দিয়ে অবৈধভাবে মাটি নিয়ে রাস্তা নষ্ট করছে। যার ফলে এই দূর্ঘঠনা। প্রশাসনের কাছে আমি আহবান জানাই প্রশাসন যেন দ্রুত এর ব্যবস্থা নিতে।