ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, বিজয়ের হাসি হাসছেন যারা

- আপডেট সময় : ০১:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
এহসানুল হক রিপনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলসহ আইজীবী পরিষদের বিজয়ী হয়েছেন। ১১ টি পদের জয়লাভ করেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে নির্বাচনী বোর্ড ১১ সদস্য বিশিষ্ট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে তানভির ভূইয়া ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.কে.এম কামরুজ্জামান মামুন পেয়েছেন ২৯৩ ভোট।
সহ-সভাপতি বিলকিস সুলতানা খানম (পপি)
২৯৭ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শামীম আহমেদ
২৬০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. মফিজুর রহমান (বাবুল) ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনসুর চৌধুরী কানন পেয়েছেন ২২২ ভোট।
সম্পাদক (প্রশাসন) পদে মো. আক্কাস আলী ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.বশির আহমেদ পেয়েছেন ১৫৩ ভোট।
সম্পাদক (লাইব্রেরি) পদে মো. আবুবক্কর সিদ্দিক (বাবর)৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম কিবরিয়া পেয়েছেন ২২৭ ভোট।
সম্পাদক সংস্কৃতি বিষয়ক পদে মোঃ আলাউদ্দিন ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনসুর হক পেয়েছেন ১৮৪ ভোট।
সাধারণ সদস্য পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (তারেক),৩৪৮। পেয়ে বিজয়ী হন।
এ এইচ এম মনিরুজ্জামান (সুমন),৩১৪।ভোট পেয়ে বিজয়ী হন
আবু সালেহ মোহাম্মদ ফাহাদ ৩৮৪।ভোট পেয়ে বিজয়ী হন।
মোহাম্মদ রাকিব হোসেন ৩৫৪। ভোট পেয়ে বিজয়ী হন।
অন্যদিকে অডিটর পদে কোনো প্রার্থী না থাকায় জাকির হোসেন রাসেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পর আইনজীবীরা উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার বিকাল ২টা থেকে বিকেল পাঁচটা নাগাদ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনজীবীরা সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন অফিসারের দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট সঞ্জিব কুমার দেবনাথ ভোটের ফলাফল নিশ্চিত করেন।