কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

- আপডেট সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশনায়
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার এর আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় দেবিদ্বার পৌরসভা অডিটরিয়মে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা ইসলাম টুনি এই কর্মসূচি উদ্বোধন করেন।
জিএস সুমন সরকার এর সভাপতিত্বে এবং লিটন সরকার এর সঞ্চালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আ: মান্নান জয়।
এবং দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৪ দেবিদ্বার উপজেলার সংসদ রাজী মোহাম্মদ ফখরুল।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী।
বক্তারা বলেন বাংলাদেশের উন্নয়ন এর দ্বারা চলমান রাখতে বঙ্গবন্ধু কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আগামী ২০২৪ এর জাতীয় নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করতে জনগণের প্রত্যাশা পুরনে কাজ করছে স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কার্যনির্বাহী সদস্য এডভোকেট রফিকুল আলম চৌধুরী, হুমায়ুন কবির মনির, বিএস পলাশ, মেহেরুন্নেসা উত্তরা, এডভোকেট মির খাদিজা শিরিন, কাজী শরিফুল ইসলাম, মাশরুল আলম রিপন, মো: মনিরুজ্জামান পামেল সহ উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার সকল উপজেলা ও ইউনিয়ন এর নেতৃবৃন্দরা।