দেবিদ্বারের মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

- আপডেট সময় : ১১:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা থানাধীন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারী) অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট দানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শনিবার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭ জন সাধারণ সদস্য ও দুই জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪ জন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্য বিজয়ী হয়েছেন।
এদের মধ্যে মো. মিজানুর রহমান ৫৫৩ ভোট পেয়ে প্রথম হন। ৫১০ ভোট পেয়ে দ্বিতীয় হন মো. আবুল কালাম (কালা)। ৪৪৫ ভোট পেয়ে তৃতীয় হন মো. জহিরুল ইসলাম ও ৩৯৪ ভোট পেয়ে চতুর্থ হন মো. নুরুল ইসলাম। সংরক্ষিত নারী সদস্য হিসেবে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হন রহিমা বেগম। এছাড়াও মো. ছফিউল্লাহ ২৫৭, মো. ফরিদ উদ্দিন ২২৫, মো. ইদ্রিস মিয়া ১৪২ এবং সংরক্ষিত নারী সদস্য মোসা. ফেরদৌসী আক্তার ৩০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ১১০৭ জন। কাস্টিং হয়েছে ৮০৪ ভোট। নির্বাচনে প্রত্যেক ভোটার ৫ টি করে ভোট দিতে পেরেছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দেবিদ্বার উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহিদ মো. সালেহ। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি মো. ময়নাল হোসেন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন ভূইয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ দেবিদ্বার থানা প্রশাসনের পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।