সর্বশেষ ::
মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৮:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে এ উপলক্ষে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ একেএম মন্জুরুল হক আখন্দ এর সর্বিক ব্যবস্থাপনায় সমাবেশ ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
এতে অংশ গ্রহণ করেন হাইওয়ে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন, মোহাম্মদ কাউসার, গিয়াস উদ্দীন, এএসআই মহি উদ্দীন, কনস্টেবল কয়েস উদ্দীন, বিল্লাল হোসেন, আবুল হোসেন, মোহাম্মদ সবুজসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।