শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজারঃ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভুমি অধিগ্রহণ (এলএ) শাখা-২ এর আলোচিত সার্ভেয়ার মোঃ শাহীনুর আলমকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ তথ্য এবং এল এ শাখার গোপনীয় নথি মানুষের কাছে বিক্রিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
কারনে মঙ্গলবার ১২ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ ওই সার্ভেয়ারকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, মঙ্গলবার সকালে সার্ভেয়ার মোঃ শাহীনুর আলমকে মানুষের কাছে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নথি, ল্যাপটপ দেয়াকালে হাতে নাতে আটক করা হয়৷
তাকে দীর্ঘক্ষণ এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়৷ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিন আল পারভেজ আরও জানান, সার্ভেয়ার মোঃ শাহীনুর আলকে মানুষের কাছে সরকারি কাগজপত্র, নথি এবং ল্যাপটপ দেয়াসহ অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তুষ জনক কোন উত্তর দিতে পারেনি৷
তার বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযোগ প্রমানিত হওয়ায় নিয়ম অনুযায়ী প্রক্রিয়া শেষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সার্ভেয়ার শাহীনুর আলমকে স্থায়ী বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি৷