সর্বশেষ ::
জাতির পিতার জন্মবার্ষিকী পালন করলো কক্সবাজার বনবিভাগ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে
শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-উপলক্ষ্যে কক্সবাজার বনবিভাগের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার” এ প্রতিপাদ্যে দিবসটি পালনে বৃহস্পতিবার অরুণোদয় স্কুল প্রাঙ্গনে বনবিভাগের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার,
কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো. সারওয়ার আলম, সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায়,
এ সময় বিভিন্ন রেঞ্জ, বনবিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বনবিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।