চট্টগ্রাম

সুবর্ণচরে নৌকার পক্ষে ভোট করায় বিজয়ী প্রার্থীর সমর্থকের হামলায় আহত ১

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউপির দক্ষিন কচ্ছপিয়া এলাকায় নৌকার পক্ষে ভোট করার অপরাধে নাসির উদ্দিন আফনান (২৮) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ বিজয়ী আনারস প্রতীকের সমর্থক শাহাদাত হোসেন মাসুম। আহত আফনান বর্তমানে জেলা শহর মাইজদীর নোয়াখালী মেট্রো হাসপাতলে ৪৬ নং কেবিনে চিকিৎসাধীন আছে।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় ২৭ নং রাস্তার মাথার পুর্ব সাইডে মসজিদের সামনে। আহতের ভাই ওমর ফারুক জানান, গত ১০ ফেব্রয়ারী সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার ভাই নৌকার পক্ষে ভোট করায় নির্বাচনের পর থেকেই প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীর সমর্থক শাহাদাত হোসেন মাসুম সহ কয়েকজন তার ভাইকে হুমকি দিচ্ছে।

আজ সে বাড়ি থেকে বাজারে আসার পথে মাসুম আকস্মিক পেছন থেকে তার উপর হামলা চালায়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়লে মাসুম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থনীয়রা তাকে উদ্ধার করে মাইজদী মেট্রো হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তার পরিবারের পক্ষ থেকে তিনি জানান।

এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক তরিক খন্দকার জানান, এ ঘটনায় আমার কাছে এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

সম্পর্কিত বিষয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button