কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন রাঙ্গাবউ কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি জিএস সুমন সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিটন সরকার এর সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহজাহান। সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়, ১. টুংগিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন ২. নবগঠিত কমিটির পরিচিতি সভার প্রস্তুতি ৩. সাংগঠনিক কাঠামো বেগবান করার লক্ষ্যে সভায় মতবিনিময়। সভায় সভাপতির বক্তব্যে জিএস সুমন সরকার বলেন, সেবা-শান্তি-প্রগতি স্বেচ্ছাসেবক লীগ এর মূল নীতি প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে অসহায় মানুষের পাশে দাড়িয়ে জনগনের সেবাদিয়ে যাচ্ছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ইতিমধ্যে অসহায় কৃষকের পাকাধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। আগামীতে এমন সেবামূলক কার্যক্রম চালিয়ে রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার বক্তব্য কালে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিকে চলমান রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ সেবার ব্রতনিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সম্পাদক মন্ডলী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।