পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে সুশিল দাস (৫০) নামের এক জেলের মৃত্যু সহ আরো ১০-১২ জন অসুস্থ হয়েছেন। নিহতের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকায়।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে অসুস্থদের মধ্যে গুরুতর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুন হাসান জানান, ওই দিন দুপুরে পটকা মাছ খেয়ে একই সাথে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়।
এদের মধ্যে সুশিল দাস সহ ৩ জনকে মারাত্মক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠনো হয়। তাদের মধ্য থেকে সুশীল দাসকে কিছু সময় পর মৃত্যু অবস্থায় কাউখালী হাসপাতলে ফেরতৎ নিয়ে আসা হয়। অসুস্থদের মধ্যে সমির দাস জানান, ওই দিন দুপুরে তারা ২৫ জনের একটি দল পৃথক দুটি নৌকায় করে সুন্দর বন থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন।
এদের মধ্যে তাদের ট্রলারটিতে থাকা ১৩ জনের মধ্যে ১২ জনে পটকা মাছ খেয়ে দুপুওে অস্স্থু পড়েন। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে ২ জনকে বরিশাল পাঠানো হয়েছে।
বাকীদেরও বরিশালে চিকিৎসার জন্য নেয়া হবে।