বোরহানউদ্দিনে বন্দোবস্ত জমির পাকা ধান কাটতে বাধা

- আপডেট সময় : ০৭:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ২৫৯ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিনে লিজকৃত জমিতে ধানচাষ করে বিপাকে লিজগ্রহিতা। ধানকাটতে বাধা ও হয়রানীর অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়- উপজেলার কুতুবা ইউনিয়নের ছাগলা মৌজার, জেএল নং-৪০,খতিয়ান নং-৪৩৬/১ এর ৭৪৭,৭৩৯,৭৫০ নং দাগে ১ একর ৫০ শতাংশ জমি ৯৩ বিএন ৭৬-৭৭ বন্দোবস্তে মতে জনৈক আ:হালিম মালিক থাকিয়া ভোগ দখল করে আসছে।
সম্প্রতি উক্ত ভোগ দখলীয় জমিতে আ:হালিমের ওয়ারিশ গন ধানচাষ করে। চাষকৃত ধান পাকার পর লিজকৃতরা গত শুক্রবার ধান কাটতে গেলে একই এলাকার ফরিদ বেপারীর নেতৃত্বে ছাদেক গোলদার,মাকছুদ গোলদার,এবং বারেক গোলদার সহ ৮/১০ জন একজোট হয়ে উক্ত জমিতে ধান কাটতে বাধা দেয়। তারা অন্যায় ভাবে বাধা দিয়ে ক্ষ্যান্ত হয়নি এমনকি হয়রানীর উদ্দ্যেশে থানায় একটি অভিযোগ দায়ের করে।
একদিকে ভুক্তভোগী পরিবার আ;হালিম এর ছেলে নসু বলেন ফরিদ বেপারী শুধু আমাদের নয় এলাকায় অনেকের সাথে জমি সংক্রান্ত বিরোধ তৈরী করে হয়রানী সৃষ্টি করে। ফরিদ এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত রয়েছে। ফরিদ ও তার গংদের অত্যাচার থেকে প্রতিকার চায় ভুক্তভোগী পরিবার।