দিরাইয়ে কিশোরী ধর্ষন; অভিযুক্ত পলাতক

- আপডেট সময় : ০৪:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ২৩৬ বার পড়া হয়েছে
জয়ন্ত কুমার সরকার, দিরাই প্রতিনিধিঃ দিরাই পৌরশহরের উলুকান্দি গ্রামের ১০ বছরের কিশোরী ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আব্দুল আহাদ (৪০) পলাতক দুইদিন ধরে পলাতক। নির্যাতনের শিকার কিশোরী (১০) সুনামগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে চলছে মামলার প্রস্তুতি। কিশোরী ধর্ষনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঘটনার দিন থেকে একাধিকবার পুলিশ ভিকটিমের বাড়ি পরিদর্শন করেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘটনায় পুরো এলাকা স্তব্দ হয়ে আছে। অভিযুক্ত এখনো আটক না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অভিযুক্তের চূড়ান্ত বিচার চাইছে কিশোরী মা বাবা আত্মীয় স্বজনসহ সকলে। নির্যাতিতা কিশোরীর মা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেয়েটা আমার কাছে সিংগারা খাওয়ার জন্য ১০ টাকা চায়। আমি তার বাবার কাছে টাকার জন্য বলি। টাকা নিয়ে ঘরের পাশেই দোকানে যায়। সেসময় গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিলো।
বৃষ্টিতে মেয়েটা কাঁপতে কাঁপতে ঘরে আসে। এসেই কেঁদে কেঁদে আমাকে বিস্তারিত ঘটনা বলে। তিনি বলেন, মেয়েটির মুখে চাপা দিয়ে রাস্তার পাশে রাখা বালুর স্তুপে নিয়ে যায়। ওখানেই সে নির্যাতনের স্বীকার হয়। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমরা গরীব মানুষ। আইন আদালত বুঝিনা। মেয়েটাকে নিয়ে চিন্তায় আছি সে পুরোপুরি সুস্থ হয়নি। আজকেই (শনিবার) মামলা করার জন্য থানায় যাবো।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত আব্দুল আহাদ একাধিক বিয়ে করেছেন। কমপক্ষে ৬ সন্তানের বাবা সে। দুইজন মেয়েকে বিয়ে দিয়েছেন ইতিমধ্যে।
এদিকে ব্র্যাক দিরাইয়ের পরিচালক বিলকিছ আক্তার বলেন, ব্র্যাকের নারী ও শিশু নির্যাতনের সাপোর্ট টিম ভিকটিমকে আইনী সহায়তা প্রদান করবে। তিনি বলেন, সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা জরুরীকাজে দিরাইয়ের বাহিরে থাকায় ভিকটিম ও তার পরিবারের পাশে যেতে বিলম্ব হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কমিশনার আবুল কাশেম বলেন, অভিযুক্ত ব্যক্তি যদি প্রকৃতপক্ষে দোষী হয়ে থাকে তবে তার শাস্তি হোক।
দিরাই থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া না গেলেও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।